চীন-মার্কিন বাণিজ্য শিল্প প্রতিনিধি ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের দশম সংলাপ বেইজিংয়ে সমাপ্ত
  2018-05-17 15:56:55  cri
মে ১৭: চীন-মার্কিন বাণিজ্য শিল্প প্রতিনিধি ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের দশম সংলাপ গতকাল (বুধবার) বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। দু'দিন ব্যাপী সংলাপে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেছে দু'পক্ষ। এতে দ্বিপাক্ষিক মতভেদের সংশ্লিষ্ট নীতির পরিবর্তন আর 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি সম্পদ, কৃষি ও শিল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

চীনা প্রতিনিধি উল্লেখ্ করেন, বর্তমানে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। পারস্পরিক উপকারিতা ও সমান আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি। সংলাপ ও পরামর্শ হবে এ সমস্যা সমাধানের একমাত্র পদ্ধতি। 'শূন্য ফলাফলের খেলা', 'স্নায়ু যুদ্ধকালীন চিন্তা' আর একতরফাবাদ এখন অচল। গভীরভাবে সংস্কার চালু করা, উন্মুক্তকরণ সম্প্রসারণ করার মাধ্যমে মেধাস্বত্ত্ব, বাজার অনুমোদন আর ব্যবসা পরিবেশসহ বিভিন্ন খাতের সমস্যা সমাধান করেছে বেইজিং।

মার্কিন প্রতিনিধি জানিয়েছেন, দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় ব্যাপক পরিপূরকতা বিদ্যমান। উচ্চ শুল্কসহ বাণিজ্যের সংরক্ষণবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্ষতিকর। বাস্তব মনোভাব দিয়ে চলমান সমস্যা সমাধান করা উচিত। মার্কিন বাণিজ্য শিল্প মহল দ্বিপাক্ষিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ সহযোগিতায় প্রচেষ্টা চালাবে,যাতে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040