'নতুন সময়পর্বে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারাসংক্রান্ত ৩০ অধ্যায়' গ্রন্থ প্রকাশিত
  2018-05-17 15:56:41  cri
মে ১৭: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে লিখিত 'নতুন সময়পর্বে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারাসংক্রান্ত ৩০ অধ্যায়' গ্রন্থটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে চীনের বিভিন্ন জায়গায় সিনহুয়া বইয়ের দোকানের বিভিন্ন শাখায় গ্রন্থটি পাওয়া যাবে।

গ্রন্থটিতে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস এবং সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনের চেতনা; নতুন সময়পর্বে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারাকে কাজে লাগানো; চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্যবস্থায় অবিচল থাকা; ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। গ্রন্থটিতে নতুন সময়পর্বে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারার গুরুত্বপূর্ণ তাত্পর্যও ব্যাখ্যা করা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040