ইরান-পরমাণু-চুক্তি রক্ষায় ইইউ'র সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দোনালত্‌ তুস্ক
  2018-05-17 15:49:25  cri
মে ১৭: ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনালত্‌ তুস্ক বলেছেন, ইরান-পরমাণু-চুক্তি রক্ষায় ইইউ'র সদস্যরাষ্ট্রগুলোকে এ-প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি গতকাল (বুধবার) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে তুস্ক বলেন, ইরান চুক্তি মেনে চললে, ইইউ'ও তা মেনে চলবে। ইরান-পরমাণু-চুক্তি ইউরোপ, এমনকি বিশ্বের শান্তির জন্য প্রয়োজন। ইরানের সঙ্গে ব্যবসা আছে—এমন ইউরোপীয় কোম্পানিগুলোর স্বার্থ ও অধিকার রক্ষায়ও ইইউ'কে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ইইউ-বলকান শীর্ষসম্মেলনে অংশ নিতে তিনি বুলগেরিয়া গেছেন। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040