দশম চীন-মার্কিন শিল্প ও বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং সাবেক সিনিয়র কর্মকর্তাদের সংলাপে দু'দেশের আরো উন্মুক্ততা নিয়ে মতৈক্য
  2018-05-17 14:18:00  cri
চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় কেন্দ্র ও যুক্তরাষ্ট্রের জাতীয় বণিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দশম চীন-মার্কিন শিল্প ও বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং সাবেক সিনিয়র কর্মকর্তাদের সংলাপ গতকাল (বুধবার) বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। এবারের সংলাপে দু'দেশের অংশগ্রহণকারীরা একমত হয়েছে যে, দু'দেশের আরো উন্মুক্ততা বর্তমান চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আন্তরিকভাবে জানান, উচ্চ ট্যারিফ একটি ভুল সিদ্ধান্ত, তা যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থের জন্যও ক্ষতি বয়ে আনবে। বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়।

চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় কেন্দ্র ও যুক্তরাষ্ট্রের জাতীয় বণিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দশম চীন-মার্কিন শিল্প ও বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং সাবেক সিনিয়র কর্মকর্তাদের সংলাপ ১৫ থেকে ১৬ মে পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সংলাপকালে চীন ও যুক্তরাষ্ট্রের শিল্প ও বাণিজ্য মহলের নেতা, সরকারের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং পণ্ডিতসহ মোট ২৩জন প্রতিনিধি চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আন্তরিক মতবিনিময় করে। আলোচিত বিষয়বস্তুতে রয়েছে চীন-মার্কিন বাণিজ্য ও ভবিষ্যতনীতির উন্নয়ন দিক, 'এক অঞ্চল, এক পথ', ডিজিটাল অর্থনীতি, জ্বালানি সম্পদ, কৃষি ও শিল্প ইত্যাদি।

গতকাল অনুষ্ঠিত এক মিডিয়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় বণিক সমিতির চীনা কেন্দ্রের পরিচালক ওয়াং চিয়ে আবার জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচ্চ ট্যারিফ নীতি একটি ভুল সিদ্ধান্ত। তা যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থের জন্যও ক্ষতি বয়ে আনবে। তিনি বলেন,

"আমরা গত সপ্তাহে মার্কিন সরকারকে একটি বিবৃতি দিয়েছি। বিবৃতিতে উচ্চ ট্যারিফ কী কী নেতিবাচক ভূমিকা পালন করবে তা ব্যাখ্যা করা হয়। আমরা মনে করি, উন্নয়ন চাইলে দেশের বাজার খুলে দেওয়া উচিত।"

ওয়াং চিয়ে আরো বলেন, "নিজ দেশের স্বার্থ চিন্তা করে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি পালিত হয়। মার্কিন শিল্পপ্রতিষ্ঠানও চীনে আরো বেশি সুযোগ লাভ করার আশা করে। আমার মতে উন্মুক্ত বাজার দু'পক্ষের জন্য কল্যাণকর একটি সুযোগ বয়ে আনবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যাপারে যুক্তরাষ্ট্র কৃষি ও তরল প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন দ্রব্য চীনে সরবরাহ করতে পারবে। তা যুক্তরাষ্ট্রের কৃষি, তরল প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য মহলের শিল্পপ্রতিষ্ঠানদের চীনের বাজারে প্রবেশ করার সুযোগও দেবে।"

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত চৌ ওয়েন চুং জোর দিয়ে বলেন, আরো উন্মুক্ততা শুধু চীনের চাহিদা তা নয়, এটি চীনসহ বিভিন্ন দেশের স্বার্থ ও চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ।

নতুন এক দফার চীন-মার্কিন শিল্প ও বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং সাবেক সিনিয়র কর্মকর্তাদের সংলাপ নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় কেন্দ্রের উপ-পরিষদ প্রধান ওয়েই চিয়েন কুও বলেন, এ সংলাপ ব্যবস্থাটি চীন-মার্কিন দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরো এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, "চলতি বছরের নভেম্বর মাসে একাদশ চীন-মার্কিন শিল্প ও বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং সাবেক সিনিয়র কর্মকর্তাদের সংলাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তখন আমদের আরো বেশি চীনা শিল্পপতিরা যুক্তরাষ্ট্রে গিয়ে ভবিষ্যতের সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা করবে। যুক্তরাষ্ট্রের আর্থিক মহল ও বিনিয়োগ সংস্থা এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-তে যোগ দিয়ে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040