ইরান পরমাণু চুক্তি রক্ষায় ইইউর প্রচেষ্টায় জাতিসংঘের সমর্থন
  2018-05-17 10:55:14  cri
মে ১৭: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল (বুধবার) ব্রাসেলসে জানান, ইরান পরমাণু চুক্তি রক্ষার জন্য ইইউর প্রচেষ্টায় জাতিসংঘ পুরোপুরি সমর্থন করে।

তিনি এ দিন ইইউ সদর দপ্তর সফর করে জানান, আমরা এখন একটি বিপদজনক বিশ্বে বাস করছি। কয়েক দশক ধরে এখন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ প্রথমবারের মত প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বহু পক্ষবাদ এবং আন্তর্জাতিক সম্পর্কের আইনি ব্যবস্থা রক্ষার জন্য ইইউর ভূমিকা প্রশংসা করে তিনি বলেন, ইরান পরমাণু চুক্তি রক্ষার জন্য ইইউর প্রচেষ্টায় জাতিসংঘ পুরোপুরি সমর্থন করে।

ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান জ্যা ক্লদ জাঙ্কার জাতিসংঘ মহা সচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে স্বাক্ষাতের পর যৌথ সাংবাদিক সম্মেলনে আবারো ইরান পরমানু চুক্তি রক্ষার ইউ'র প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটা বিশ্ব ও আঞ্চলিক শান্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ইউ'র বিদেশ ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ফেদেরিকা মগেরিন ১৫ মে সভায় সভাপতিত্ব করেন। ফ্রান্স, জামার্নি, বৃটেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেন। তিনি জানান, ইইউ , ফ্রান্স, জামার্নি ও বৃটেন অব্যাহতভাবে ইরান পরমাণু চুক্তি বজায় রেখে কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সাথে গভীর আলোচনা শুরু করবে। এতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আবার নিষেধাজ্ঞা আরোপ করার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

(আকাশ/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040