কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষের উচিত একই দিকে যাওয়া: চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-17 10:42:57  cri
মে ১৭: ফ্রান্স সফররত চীনা রাষ্ট্রীয় পরিষদের সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) প্যারিসে এক সাংবাদিক সম্মেলনে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি সম্পর্কে চীনের অবস্থান বিষয়ে বক্তৃতা করেছেন।

তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার একটি দীর্ঘ ইতিহাস আছে যা অনেক জটিল। সমস্যাটির সমাধানে বিভিন্ন পক্ষের উচিত একই দিকে যাওয়া। চীনের দৃষ্টিতে বর্তমান প্রশমিত পরিস্থিতি অর্জন অনেক কঠিন ছিল। সক্রিয়ভাবে এর জন্য ইতিবাচক ব্যবস্থা নেয়ায় উত্তর কোরিয়াকে উপযুক্ত স্বীকৃতি দিতে হবে। যেকোন পক্ষ বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচিত বর্তমান শান্তিপূর্ণ সুযোগের মূল্যায়ন করা।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040