চীনের সাহায্যে বাংলাদেশের জাহাজ চলাচল খাতে নতুন যুগের সূচনা হয়েছে: শাহজাহান খান
  2018-05-16 16:49:14  cri

 

মে ১৬: বাংলাদেশের নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, চীনের সাহায্যে দেশের জাহাজ চলাচল খাতে নতুন যুগের সূচনা হয়েছে। তিনি সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, এ-খাতের উন্নয়নে জাহাজ কেনার জন্য চীনের সঙ্গে প্রয়োজনে নতুন চুক্তিও স্বাক্ষর করবে বাংলাদেশ সরকার।

মন্ত্রী বলেন, 'চীন আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং উন্নয়নের অংশীদার। বিদ্যুৎ-কারখানা ও রাস্তা নির্মাণসহ বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা কোম্পানিগুলো ভূমিকা রাখছে। বাংলাদেশকে প্রয়োজনীয় প্রযুক্তি-সহায়তাও দিয়ে আসছে চীন।'

তিনি আরও বলেন, আগে চীন থেকে মালবাহী জাহাজ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পৌঁছাতে সময় নিত ২৮ দিন। আর এখন মালবাহী জাহাজ চীন থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছাতে পারে মাত্র ৮ দিনে। এতে সময় যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি পরিবহন-ব্যয়ও কমেছে। এর ফলে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যও বেগবান হয়েছে।

উল্লেখ্য, চীন থেকে কেনা 'বাংলার জয়যাত্রা' নামক একটি মালবাহী জাহাজ গত ২৪ এপ্রিল উদ্বোধন করা হয়। ২০১৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ শিপিং কর্পোরেশান ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এই মালবাহী জাহাজটি ক্রয় করে বাংলাদেশ। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040