শাংহাই সহযোগিতা সংস্থার প্রথম নারী ফোরাম বেইজিংয়ে শুরু
  2018-05-16 16:20:16  cri
মে ১৬: আজ (বুধবার) শাংহাই সহযোগিতা সংস্থার প্রথম নারী ফোরাম বেইজিয়ে শুরু হয়েছে। দু'দিনব্যাপী ফোরামের প্রতিপাদ্য হল: 'নারীর শক্তি জড়ো করে অভিন্ন উন্নয়ন অর্জন করা।' শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্যদেশসমূহ এবং বিভিন্ন পর্যবেক্ষক দেশ ও নারী সংস্থার প্রায় ২০০ প্রতিনিধি ফোরামে অংশগ্রহণ করছেন। ফোরামে 'নারী ও নব্যতাপ্রবর্তন', 'নারী ও সুন্দর বিশ্ব', 'নারী ও কল্যাণমূলক সহযোগিতা' ইত্যাদি বিষয়বস্তুর ওপর আলোচনা হবার কথা।

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির উপ-সভাপতি ও চীনের জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান শেন ইউয়ে ইউয়ে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। এসসিও'র সদস্যদেশগুলোর নারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির প্রতিষ্ঠায় নারীদের শক্তি সংযুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসসিও-র সদস্যদেশগুলোর মধ্যে নারীবিষয়ক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো প্রসঙ্গে শেন ইউয়ে ইউয়ে কিছু প্রস্তাবও উত্থাপন করেন। তিনি বলেন, সব দেশের উচিত পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে আলোচনার মাধ্যমে অভিন্ন উন্নয়নের জন্য কাজ করা এবং এক্ষেত্রে 'শাংহাই চেতনা' দ্বারা অনুপ্রাণিত হওয়া; নিজেদের মধ্যে বাস্তব সহযোগিতা জোরদার করা, বিশেষ করে নারীবিষয়ক যোগাযোগ বাড়ানো; এবং উন্মুক্তকরণ ও সহনশীলতায় অবিচল থাকে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040