ওমানের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' স্মারক স্বাক্ষর করেছে চীন
  2018-05-16 14:37:16  cri
মে ১৬: চীন সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োসেফ আলাওয়ি বিন আবদুল্লাহ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে ওমানের সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, একসাথে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নির্মাণ এবং যোগাযোগ, শিল্প, জ্বালানি সম্পদ, উত্পাদন ক্ষমতা, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যাংকিং আর বন্দরের বাস্তব সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক।

আলাওয়ি বলেন, ওমান ইতিবাচকভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের নির্মাণে অংশ নেবে।

বৈঠকের পর দু'দেশ 'গণপ্রজান্ত্রী চীন সরকার ও ওমান সুলতানাত সরকারের একসাথে রেশম পথ অর্থনৈতিক অঞ্চল এবং একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথ নির্মাণ ত্বরান্বিত করার স্বারক স্বাক্ষর করে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040