চীন বহুপক্ষবাদ বিষয়ক সহযোগিত জোরদার করবে: চাং চুন
  2018-05-16 14:02:38  cri
মে ১৬: ১৪ থেকে ১৬ মে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চল বিষয়ক কমিশন- এসক্যাপ'র ৭৪তম বার্ষিক সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের চেয়ারম্যান মিরস্লাভ লাজ কাক, এসক্যাপ'র নির্বাহী সচিব শামসাদ আক্তার ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী দন প্রামু দি নাইসহ প্রায় ৫০০ প্রতিনিধি এতে অংশ নেন। চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী চাং চুনও প্রতিনিধি দল নিয়ে এতে অংশ নেন।

চাং চুন সম্মেলনে বলেন, চীন আরো সুষ্ঠভাবে "এক অঞ্চল এক পথ" আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে দায়িত্বশীল বড় দেশের ভূমিকা পালন করবে। চীন অব্যাহতভাবে বহু পক্ষবাদে সহযোগিতা জোরদার করবে।

সম্মেলনে তিনি এসক্যাপ'র নির্বাহী সচিব শামসাদ আক্তারের সাথেও বৈঠক করেন। দু'জন চীনের সাথে এসক্যাপ'র সহযোগিতা এবং টেকসই উন্নয়ন কর্মসূচী-২০৩০ বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেছেন।

(আকাশ/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040