ইসরাইলের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান চীনের
  2018-05-15 18:41:59  cri
মে ১৫: ফিলিস্তিনের গাজা অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে উভয় পক্ষকেই, বিশেষ করে ইসরাইলকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, গাজা পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন। নিরীহ মানুষের প্রাণহানির বিরোধিতা করে তাঁর দেশ।

মুখপাত্র বলেন, জেরুসালেম একটি স্পর্শকাতর বিষয়। এটি ফিলিস্তিন-ইসরাইল সমস্যার মূল কারণগুলোর অন্যতম। জেরুসালেমের মর্যদা জাতি ও ধর্মের সঙ্গে জড়িত। চীন সবসময় মনে করে, জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিন ও ইসরাইলের উচিত শান্তি আলোচনা পুনরায় শুরু করা।

উল্লেখ্য, গত সোমবার ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার প্রতিবাদে হাজার হাজার ফিলিস্তিনি প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে। এসময় ইসরাইলি সৈন্যদের গুলিতে একাধিক শিশুসহ অর্ধশতাধিক বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত ও দুই সহস্রাধিক আহত হয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040