মোজাম্বিকে 'আফ্রিকান কনফুসিয়াস ইন্সটিটিউ সম্মেলন'; লি চান শু'র ভাষণ
  2018-05-15 18:41:14  cri
মে ১৫: 'আফ্রিকান কনফুসিয়াস ইন্সটিটিউ সম্মেলন, ২০১৮' গতকাল (সোমবার) মোজাম্বিকের রাজধানী মাপুতোয় অনুষ্ঠিত হয়। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। আফ্রিকার ৪১টি দেশের ৬০টিরও বেশি কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রধানগণ এবং চীন ও আফ্রিকার বিভিন্ন মহলের প্রতিনিধিসহ ৩ শতাধিক অতিথি সম্মেলনে অংশ নেন।

মোজাম্বিকের জাতীয় সংসদের স্পিকার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীনা ভাষা শেখা তাঁর দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য তাত্পর্যবহ। তিনি কনফুসিয়াস ইন্সটিটিউটগুলোর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে লি চান শু বলেন, বিগত ১০ বছরে বিশ্বের ১৪০টির বেশি দেশ ও অঞ্চলে ৫ শতাধিক কনফুসিয়াস ইন্সটিটিউট এবং সহস্রাধিক মাঝারি ও ক্ষুদ্র কনফুসিয়াস ক্লাসরুম গড়ে তোলা হয়েছে। দেশে-দেশে মানবিক যোগাযোগ ও মানুষে-মানুষে মৈত্রী জোরদারে এই ইনস্টিটিউট ও ক্লাসরুমগুলো বিশিষ্ট ভূমিকা পালন করছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040