সিআরআই বাংলা বিভাগকে দেওয়া বাংলাদেশের নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাক্ষাত্কার
  2018-05-15 17:32:58  cri

বাংলাদেশের নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান




বাংলাদেশের নৌ-পরিবহন সামর্থ্য বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি চীনের জাতীয় যন্ত্রপাতি আমদানি ও রপ্তানি কর্পোরেশন-সিএমসি থেকে ছয়টি জাহাজ আমদানি করেছে। এ ছয়টি জাহাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি ৩৯০০০ টন ধারণ ক্ষমতার মালবাহী জাহাজ ও একই ধারণ ক্ষমতার তিনটি তেলবাহী ট্যাঙ্কার। ২৪ এপ্রিল নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান চীনের চিয়াংসু নতুন ইয়াংজি জাহাজ নির্মাণ লিমিডেট কোম্পানিতে আয়োজিত প্রথম জাহাজের লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ফিরে এসে নৌ-পরিবহন মন্ত্রী সিআরআই'কে এক বিশেষ সাক্ষাত্কার দেন। তিনি বলেন, এখন চীন থেকে চট্টগ্রামগামী মালবাহী জাহাজগুলো সিঙ্গাপুর হয়ে আসতে ২৮ দিন সময় লাগে। ভবিষ্যতে এসব জাহাজ চীন থেকে সরাসরি চট্টগ্রামে আসতে পারলে ২০ দিন সাশ্রয় হয়ে সময় লাগবে মাত্র ৮ দিন। সদ্য কেনা ছয়টি নতুন জাহাজ বিএসসি'র নৌবহরে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নৌপরিবহনে এক নতুন দিগন্তের সূচনা হবে। তাছাড়া, বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন উন্নয়নের পরিকল্পনা, নৌ-পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার সম্পর্কসহ নানা বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন।

(ইয়ু/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040