মাতিয়ারি-লাহোর বিদ্যুৎ-লাইন নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে পাক সরকারের চুক্তি
  2018-05-15 16:52:44  cri
মে ১৫: মাতিয়ারি-লাহোর বিদ্যুৎ-লাইন নির্মাণের জন্য স্টেট গ্রিড কর্পোরেশন অব চায়না (এসজিসিসি)-র সঙ্গে গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান সরকার। চীন-পাকিস্তান অর্থনেতিক করিডোর-এর আওতায় এই লাইনটি নির্মিত হবে।

সিন্ধ প্রদেশের মাতিয়ারি থেকে লাহোরের নানকানা সাহিব জেলা পর্যন্ত বিস্তৃত এই লাইনের দৈর্ঘ্য হবে ৮৭৮ কিলোমিটার। এর মধ্যে ৫৫১ কিলোমিটার পাঞ্জাব প্রদেশে এবং ৩১৫ কিলোমিটার সিন্ধ প্রদেশে পড়বে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬৫.৮ কোটি মার্কিন ডলার। ২০২১ সালের প্রথমার্ধে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির শর্ত অনুসারে, নির্মাণকাজ সম্পন্ন হবার পর লাইনটি ২৫ বছর পরিচালনার অধিকার থাকবে চীনা কোম্পানির।

নির্মাণাধীন বিদ্যুৎ-লাইন দিয়ে ৬৬০ কিলোভোল্টের বিদ্যুৎ পরিবাহিত হবে। এর ফলে পাকিস্তানের মধ্যাঞ্চলের বিদ্যুৎ-ঘাটতি দূর হবে এবং এ-খাতে দেশটির অবকাঠামোও অনেক শক্তিশালী হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040