সুরের ধারায়---গায়িকা ছাই চিয়ান ইয়া
  2018-05-17 13:40:47  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে এক সিঙ্গাপুরের একজন চীনা গায়িকা ও প্রযোজকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি সিঙ্গাপুরের মানুষ হলেও তার অধিকাংশ গান চীনা ভাষায় লিখিত এবং তিনি মূলত চীনে তার সংগীত নিয়ে কাজ করেন। চীনা সংগীত মহলে তিনি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। এই গায়িকার নাম ছাই চিয়ান ইয়া।

ছাই চিয়ান ইয়া ১৯৭৫ সালে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের আদি বাসস্থান চীনের চিয়াংসু প্রদেশে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন এবং দলের প্রধান গায়কের ভূমিকা পালন করেন। সে সময় বিভিন্ন বারে গান পরিবেশন করত তার ব্যান্ড দল। এ সময় ছাই চিয়ান ইয়া গান গাওয়ার পাশাপাশি গান রচনা ও গিটার বাজানো শিখেন। ধীরে ধীরে তিনি কিছুটা জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৯৭ সালে ছাই চিয়ান ইয়া তার প্রথম অ্যালবাম 'Bored' প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে তার সংগীত-জীবন শুরু করেন। এই ইংরেজি অ্যালবামের জন্য তিনি সংগীত-মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ১৯৯৯ সালে ছাই চিয়ান ইয়া তত্কালীন বিখ্যাত ও বৃহত্তম সংগীত কোম্পানি পলিগ্রামের (PolyGram) সঙ্গে চুক্তি করেন। একই বছর তিনি তাইওয়ানে তার প্রথম চীনা ভাষার অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি প্রকাশের পরপরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে; বিশেষ করে 'নিঃশ্বাস' গানটির মাধ্যমে ছাই চিয়ান ইয়ার চীনের সংগীত-ভুবনে পথচলা শুরু করেন।

২০০৩ সালে, পলিগ্রামের সঙ্গে কিছুটা মতভেদের পর ছাই চিয়ান ইয়া নতুন সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি করেন। কাজের পরিবেশের পরিবর্তন তার গান রচনায় নতুন অনুপ্রেরণা দিয়েছে। একই বছর তিনি নতুন অ্যালবাম 'stranger' প্রকাশ করেন। অ্যালবামের অধিকাংশ গান তিনি নিজেই রচনা করেন। এই অ্যালবামের শুরু থেকে ছাই চিয়ান ইয়ার বিশেষ সংগীত বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। 

কয়েকটি অ্যালবাম প্রকাশের পর ২০০৪ সালে ছাই ছিয়ান ইয়া প্রথমবার হংকংয়ের বিখ্যাত গায়িকা লিয়াং ইয়ং ছি'র অ্যালবাম প্রযোজনা করেন এবং সফল হন। এরপর কয়েক বছর ছাই চিয়ান ইয়া বিভিন্ন গায়ক ও প্রযোজকের সঙ্গে সহযোগিতা করেন এবং নিজের সংগীত উন্নয়নের পথ খোঁজেন।

২০০৬ সালে সংগীত কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, ছাই চিয়ান ইয়া নিজে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং স্বাধীন সংগীত প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন থেকেই তার সংগীতের স্বর্ণযুগ শুরু হয়, তার সংগীতের বিশেষ বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

২০০৮ সালে ছাই চিয়ান ইয়া অ্যালবাম 'my space' প্রকাশ করেন। তিনি খুব প্রাকৃতিক উপায়ে এই অ্যালবাম তৈরি করেন এবং তার সংগীতের ধারণা ও মনোভাবে প্রকাশ করেন। অ্যালবামের অনেক গান এখনও বেশ জনপ্রিয়।

ছাই চিয়ান ইয়ার গানের শৈলী ভিন্ন ধরনের। তার লিখিত প্রেমের গান বেশ বিখ্যাত। তবে তিনি শুধু লিখিত গান গাইতে পারেন, তা-ই নয়, তার প্রফুল্ল ও আবেদনময় গানগুলোও আসলে খুব ভালো।

শহরে বসবাস করায় ছাই চিয়ান ইয়ার গানে প্রায়ই শহর-জীবনের কথা উঠে আসে। তার অনেক প্রেমের গান আছে। তবে বন্ধুরা, প্রেম জীবনের একটি অংশ তাই না? তার গানে বড় কোনো গল্প নেই, শুধু জীবনের সাধারণ টুকিটাকি ব্যাপারগুলো সেখানে দেখা যায়। কিন্তু খুবই দার্শনিকভাবে। শুনে সহজ সুর ও সহজ কথায় জীবনের প্রতি নতুন অনুভূতি জেগে ওঠে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040