ইউএন ইসকাপ'র নির্বাহী চেয়ারম্যানের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের উচ্চ মূল্যায়ন
  2018-05-15 15:00:27  cri
মে ১৫: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন-ইউএন-এসকাপ'র ৭৪তম বার্ষিক সম্মেলন গতকাল (সোমবার) থাইল্যান্ডের রাজধানী বাংককে অনুষ্ঠিত হয়েছে। এসকাপের নির্বাহী চেয়ারম্যান শামসহাদ আখতার তাঁর বক্তৃতায় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সারা বিশ্ব ও আঞ্চলিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্যের উচ্চ মূল্যায়ন করেছেন।

তিনি বলেন, বর্তমানে বাণিজ্য সংরক্ষণবাদ মাথা চাড়া দিয়ে ওঠছে। এর ফলে বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির অনিশ্চয়তা বাড়ছে। এটি বিশ্বব্যাপী সরবরাহ চেইন এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বিভিন্ন দেশের উচিত যৌথভাবে চ্যালেন্ঞ্জ মোকাবিলা করা।

তিনি মনে করেন, আঞ্চলিক অর্থনীতির একীকরণ হল এ অঞ্চল উন্নয়নের গুরুত্বপূর্ণ সুবিধা। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং'র উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ আঞ্চলিক অর্থনীতির একীকরণ ত্বরান্বিত ও যোগাযোগ জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040