ইসরাইলে নতুন মার্কিন দূতাবাস জেরুসালেমে চালু
  2018-05-15 14:38:14  cri
মে ১৫: ফিলিস্তিনের তীব্র প্রতিবাদ ও বহু দেশের নিন্দার মুখে ইসরাইলে নতুন মার্কিন দূতাবাস গতকাল (সোমবার) জেরুসালেমে চালু হয়েছে। এদিন ফিলিস্তিনি নাগরিকরা নানা স্থানে ব্যাপক বিক্ষোভ মিছিল আয়োজন করলে ইসরাইলী বাহিনীর সাথে সংঘর্ষ ঘটে। এতে ৫৫ জন ফিলিস্তিনী নিহত ও ২ হাজার ৮০০ জনেরও বেশী আহত হয়।

এদিন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান মার্কিন প্রতিনিধি দল নিয়ে নতুন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনার এবং মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন টার্নার মনুচিন অনুষ্ঠানে উপস্থিত হন।

প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়েছেন। জবাবে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিইয়াহু তাঁর ভাষণে ট্রাম্পকে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান।

ইসরাইলী গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রণালয় সেদেশে ৮৬টি দেশের দূতাবাসকে অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু অর্ধেকেরও কম প্রতিনিধি এতে অংশগ্রহণ করে।

এদিকে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ (মঙ্গলবার) থেকে নিহতদের প্রতি শোক প্রকাশ করে করে তিন দিনের জন্য পতাকা অর্ধনমিত রাখার কথা ঘোষণা করেছেন।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040