ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রকে অব্যাহতভাবে সমর্থন করবে চীন: চীনের প্রধানমন্ত্রী
  2018-05-15 14:29:58  cri
মে ১৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্যং ছিয়াং সফররত ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী কেইথ রউলি'র সাথে গতকাল (সোমবার) স্বাক্ষাত্ করার সময় বলেন, এক অঞ্চল এক পথ উদ্যোগ ও ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের উন্নয়ন কৌশলের সাথে সমন্বয় এবং অবকাঠামো নির্মাণ, জ্বালানি, অর্থ ও কৃষি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরো উন্নয়ন করতে ইচ্ছুক চীন।

তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী চীন ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রকে অব্যাহতভাবে সমর্থন এবং অর্থনীতি ও জনগণের জীবন মান উন্নতি করার ক্ষেত্রে সহায়তা করবে।

চীনা প্রধানমন্ত্রী আরো জানান, চীনের কোম্পানিগুলোকে ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রে আরো বিনিয়োগ করতে উৎসাহিত করবে সরকার।

তিনি বলেন, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে চীনা ভিসা আরো সহজ করে দু'দেশের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং পর্যটন ক্ষেত্রে বিনিময় আরো জোরদার করা হবে।

(আকাশ/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040