বোআও এশিয়া ফোরামের নতুন মহাপরিচালক বান কি মুনের সাথে  চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2018-05-15 12:54:31  cri
মে ১৫: বোআও এশিয়া ফোরামের নতুন মহাপরিচালক বান কি মুন গতকাল (সোমবার) বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সাথে সাক্ষাত্ করেছেন।

বান কি মুনের বোআও ফোরামের মহাপরিচালক হিসেবে শপথগ্রহণকে স্বাগত জানিয়েছেন ওয়াং ই। তিনি বলেন, গত ১৭ বছরে বোআও ফোরামের ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। নতুন পরিষদের নেতৃত্বে ফোরাম এশিয়া ও বিশ্বের সম্মুখীন সমস্যার সমাধানে আরো বেশি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন ওয়াং ই। বোআও ফোরামের আয়োজক হিসেবে বরাবরই ফোরামের উন্নয়নে সমর্থন দেবে বেইজিং।

জবাবে বান কি মুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পরিস্থিতির বিরাট পরিবর্তন ঘটেছে,বিশ্বে চীনের প্রভাব অনেক বেড়েছে। ফোরাম রাজনীতি,ব্যবসা ও বিশেষজ্ঞ সংলাপের ভূমিকা পালন করে এশিয়া ও বিশ্বের উন্নয়নে বোআও প্রস্তাব পেশ করবে বলে উল্লেখ্ করেন মুন।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040