চীনা শক্তি—ওয়েন ছুয়ান ভূমিকম্প কবলিত অঞ্চলের ১০ বছরের পুনর্গঠন
  2018-05-16 08:47:50  cri




মে মাসে ওয়েন ছুয়ান নদী উপত্যকা। পাহাড়ে ১ লাখ একশত বছরের পুরনো চা গাছে দেখা যাচ্ছে নতুন কান্ড। লং মেন পাহাড় যেন নানা রঙের একটি কাপড় পরে আছে। হালকা সবুজ, সাদা ও গোলাপি। এ ভূমি কত প্রাণবন্ত!
১০ বছর পর, সি ছুয়ান, শান সি, কান সু প্রদেশের ৪১টি গুরুতর দুর্গত জেলা এখন তাদের অর্থনীতি,সমাজ,প্রাকৃতিক পরিবেশ ও সংস্কৃতি সব ভূমিকম্পের আগের অবস্থার চেয়ে উন্নত।
ভূমিকম্প দুর্গত এলাকার মানুষকে হারাতে পারে না। পরিশ্রম, অধ্যবসায়, স্ব-উন্নতি- চীনা মানুষ এই মানসিকতায় নতুন একটি বাড়ি নির্মাণ করে । তা আগের চেয়ে হয়ে ওঠে আরও সুন্দর আরও উন্নত।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040