ইরাকের জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব
  2018-05-14 13:47:30  cri
মে ১৪: গতকাল (রোববার) ইরাকের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবৃতিতে বলা হয়, ইরাকে চরমপন্থী আইএসকে পরাজিত করার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি অর্জিত হয়েছে বলে মূল্যায়ন করা যায়।

বিবৃতিতে ইরাকের রাজনৈতিক দলের নেতা ও তাঁদের সমর্থকরা ভোটদানে শান্তি বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন মহাসচিব। নির্বাচনের মতভেদ আইনগত পদ্ধতিতে সমাধান করার তাগিদ দিয়েছেন তিনি,যাতে যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য সরকার গড়ে তোলা যায়। জাতিসংঘ ইরাকি সরকার ও জনগণের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে উল্লেখ্ করা হয়েছে বিবৃতিতে।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040