ভারতে ঝড়-বৃষ্টিতে ৪০ জনেরও বেশি নিহত
  2018-05-14 11:06:09  cri
মে ১৪: ভারতের উত্তর প্রদেশ,পশ্চিম বঙ্গ আর রাজধানী নয়াদিল্লীসহ বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টিতে গতকাল (রোববার) রাতে ৪০ জনেরও বেশি নিহত ও অনেকে আহত হয়েছে।

ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগের সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টির কারণে উত্তর প্রদেশে ২১ জন,পশ্চিম বঙ্গে ৪ শিশুসহ ১২ জন নিহত হন। অন্ধ্র প্রদেশে প্রাণ হারিয়েছে ৯ জন।

নয়াদিল্লীতে প্রবল ঝড়ে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০৯ কিলোমিটার। এতে ২ জন নিহত ও ১৮ জন আহত হয়।

মে মাসের শুরু থেকে ভারতের বহু এলাকায় ঝড়-বৃষ্টি দেখা দেয়। প্রবল বাতাস ও ঝড়-বৃষ্টির কারণে বহু বাড়িঘর ধ্বসে পড়েছে। রাস্তায় চলাফেরাও কঠিন হয়ে পড়েছে।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040