মে মাসের শেষ দিকে পারমাণবিক পরীক্ষাকেন্দ্র গুটিয়ে নেবে উত্তর কোরিয়া
  2018-05-13 17:05:08  cri
মে ১৩: মে মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে, আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে, উত্তরাঞ্চলীয় পারমাণবিক পরীক্ষাকেন্দ্রটি গুটিয়ে নেবে উত্তর কোরিয়া। এ-উপলক্ষ্যে বিদেশি সাংবাদিকদেরকেও আমন্ত্রণ জানানো হবে। গতকাল (শনিবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ-তথ্য জানায় রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্ফোরণের মাধ্যমে পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সকল সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়া হবে। সেই সঙ্গে ভূপৃষ্ঠের সাজ-সরঞ্জাম, গবেষণা কেন্দ্র ও সামরিকভবনগুলোও ধ্বংস করা হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040