শ্রীলংকার উন্নয়নে চীনের সমর্থন দরকার: লংকান প্রেসিডেন্ট
  2018-05-13 16:46:15  cri
মে ১৩: লংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, তাঁর দেশের উন্নয়নে জন্য চীনের সমর্থন প্রয়োজন। তিনি গত বৃহস্পতিবার কলম্বোয় চীনের রাষ্ট্রদূত ছেং সুয়ে ইউয়ানের সঙ্গে আলাপকালে এ-কথা বলেন। রাষ্ট্রদূত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য প্রেসিডেন্টভবনে যান।

সাক্ষাতে প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, শ্রীলংকা ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। দীর্ঘকাল ধরেই শ্রীলংকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিয়ে আসছে চীন। ভবিষ্যতেও এ-সমর্থন অব্যাহত থাকা জরুরি।

তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করে শ্রীলংকা এবং দু'দেশের যৌথ উদ্যোগে বন্দর-শহর নির্মাণসহ বড় সহযোগিতামূলক প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দেয়। আরও বেশি চীনা পুঁজিও আশা করে লংকান সরকার। চীনের সহায়তায় নির্মাণাধীন 'কিডনি বিশেষ হাসপাতাল' লংকান জনগণের উপকারে লাগবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রেসিডেন্ট আরও বলেন, তাঁর দেশ বরাবরের মতোই 'এক-চীন নীতি'-তে অবিচল থাকবে এবং আন্তর্জাতিক বহুপাক্ষিক ইস্যুতে চীনের সংশ্লিষ্ট অবস্থানকেও দৃঢ়ভাবে সমর্থন করে যাবে।

এসময় চীনা রাষ্ট্রদূত তাইওয়ান ও তিব্বতসহ চীনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তাঁর দেশকে দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ায় শ্রীলংকাকে ধন্যবাদ জানান। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040