'মা দিবসে' মাকে কী উপহার দেবেন?
  2018-05-13 15:27:25  cri

 



অনুষ্ঠানের শুরুতে সকল মাকে মা দিবসের শুভেচ্ছা জানাই। আজ মা দিবস। প্রতিবছরের মে মাসের দ্বিতীয় রোববার হচ্ছে 'মা দিবস'। এই দিনে বা 'মা দিবস' উপলক্ষ্যে আপনি মাকে কী উপহার দেবেন? হ্যাঁ, অনেকের এই প্রশ্ন আছে। আজকের জীবন যেমন অনুষ্ঠানে আমরা এ-বিষয় নিয়েই আলোচনা করব।

হ্যাঁ, চাকরির জন্য অনেকেই বাবা-মার কাছে থাকেন না। অন্যভাবে বললে বাবা-মা ভিন্ন শহরে ও গ্রামে থাকেন। যাদের এই অবস্থা, তাঁরা মা-কে কী উপহার দিতে পারেন? নিচের ছয়টি উপহারের যে-কোনো একটি বা একাধিক হতে পারে আপনার পছন্দ।

১. মোবাইল ফোন

মা দিবস উপলক্ষ্যে মাকে একটি নতুন স্মার্টফোন উপহার হিসেবে দিতে পারেন। স্মার্টফোন দারুণ কাজের। মা আপনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবে এর মাধ্যমে।

২. কম্পিউটার

সন্তান কাছে থাকে না এবং নিজেও অবসর নিয়েছেন আনুষ্ঠানিক কাজ থেকে—এমন মায়েদের হাতে থাকে অনেক সময়। একটি ভালো ল্যাপটপে তাঁরা এই অবসর সময়ে গান শুনতে পারেন, মুভি দেখতে পারেন। তাই কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে চমত্কার উপহার, তাঁর জন্য।

৩. ফুল

চীনে একটা মজার কথা প্রচলিত আছে: ১০ জন নারীর মধ্যে ৯ জনেরই ফুল পছন্দ। মা'র বয়স বেশি হতে পারে, কিন্তু ফুল পেলে তিনিও নিশ্চয়ই খুশী হবেন। বিশেষ করে সন্তানের কাছ থেকে যে-কোনো মা-ই ফুল পেলে খুশী হবেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এমনও হয় যে, মা প্রথমে কৃত্রিম রাগ দেখিয়ে বলবেন: এটা কেন কিনতে গেলে? এটা কোনো কাজে লাগবে না! কিন্তু পরে তিনিই বন্ধুদের সঙ্গে গর্ব করে বলবেন: আমার সন্তান আমাকে ফুল উপহার দিয়েছে।

৪. শুভেচ্ছা

এই বিশেষ দিনে আপনি সকালে উঠে সরাসরি মা'কে শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন। এটা সহজ কাজ। কিন্তু আমাদের অনেকই এটা ভুলে যাই। রাত বারোটায় আপনি মেসেজ পাঠাতে পারে। মা হয়তো তখন ঘুমিয়ে। কিন্তু তিনি ভোরে ঘুম থেকে জেগে আপনার বার্তা পেয়ে খুশী হবেন।

৫. যে-কোনো প্রয়োজনীয় যন্ত্র

মা'র বয়স হয়েছে। তাঁর শরীরে ছোট-খাটো সমস্যা থাকা স্বাভাবিক। তাঁর হয়তো কোমর, পা ও মেরুদণ্ডে ব্যথা। তাঁর প্রয়োজন অনুসারে, প্রয়োজনীয় চিকিত্সাযন্ত্র মা-কে কিনে উপহার হিসেবে দিন।

৬. ভিডিও কনফারেন্স

চীনে একটি কথা প্রচলিত আছে: সন্তান বাইরে থাকলে, মা উদ্বিগ্ন থাকেন। মা সন্তানকে সবসময় মিস করেন। সন্তান হয়তো কাজের চাপে মা'কে স্মরণ করতে পারেন না সবসময়। কিন্তু মা শত কাজের মাঝেও সন্তানকে মনে রাখেন। মা দিবসে মায়ের জন্য সময় বের করুন; তাকে ভিডিও কল দিন। কথা বলুন সময় নিয়ে। মা আপনার চেহারার মোবাইল বা ল্যাপটপের পর্দায় দেকে খুশী হবেন।

আর যদি, মা আমাদের কাছে থাকেন, তবে মা দিবসে তাঁকে আমরা কী উপহার দেবো? হ্যা, এক্ষেত্রেও ৬টি অপশন আছে।

১. তিনবার খাদ্যগ্রহণ

সাধারণত পিতা-মাতা কাছে থাকলেও আমরা দিনে কেবল রাতের খাবারটাই তাঁদের সঙ্গে করার সুযোগ পাই। কেউ কেউ তো তাও পান না। তো, মি দিবসে মায়ের সঙ্গে তিন বেলাই একসঙ্গে খেতে পারেন। এটা হবে তাঁর জন্য বড় একটা উপহার। আর যদি রান্নার কাজটাও আপনি করেন এবং ঘরের সব কাজ নিজে করেন, তবে তো কথাই নেই! এটা হবে উত্তম। এদিন মা'কে পূর্ণ বিশ্রাম দিন।

২. আড্ডা

মায়ের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কই? কাজের চাপ, নিজের পরিবারকে সময় দেওয়ার চাপ, বন্ধুদের জন্য সময় দেওয়ার চাপ—আমরা আসলেই চাপের মধ্যে থাকি। এই চাপাচাপির মধ্যে বেচারা মা'ই বেশি বঞ্চিত হন। মা দিবসটি মায়ের জন্য রাখুন। তাঁকে সারাদিন সময় দিন; তাঁকে নিয়ে কোথাও বেড়াতে যান। তাঁর সঙ্গে জমিয়ে আড্ডা দিন। নিজের সুখ-দুঃখের কতা তার সঙ্গে শেয়ার করুন; তাঁর সুখ-দুঃখের কথা শুনুন। এটা হবে তাঁর জন্য বড় উপহার।

৩. খাবার ও পোষাক

মা কী খেতে পছন্দ করেন? এটা সাধারণত প্রতিটি সন্তানই জানেন। তাঁর প্রিয় খাবারটি কিনে উপহার হিসেবে দিন। তাঁর প্রিয় পোষাকও তাঁকে কিনে দিতে পারেন।

৪. সংসারের প্রয়োজনীয় পণ্য

একটা ভালো রাইস কুকার বা জ্যুসার পেলে মা খুশী হতে পারেন। তাঁকে তাঁর পছন্দের পণ্যটি উপহার দিন।

৫. জিম কার্ড

শরীরচর্চা সব মানুষের জন্যই প্রয়োজন। তবে, বয়স হলে নিয়মিত শরীরচর্চা করার গুরুত্ব আরও বেড়ে যায়। আপনি একটা ভালো জিমের কার্ড কিনে দিতে পারেন মা দিবসে মা'কে।

৬. শারীরিক পরীক্ষা

বয়স হলে সবার মা-বাবার শরীরেই ছোট-খাটো সমস্যা থাকা স্বাভাবিক। আমাদের উচিত সবসময় পিতামাতার স্বাস্থ্যের খোঁজ রাখা। তবে, মা দিবসে মা'এর একটা থরো চেকআপ করিয়ে আনতে পারেন। এটা হতে পারে একটা ভালো উপহার।

(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040