পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে উত্তর কোরিয়ার উন্নয়নে সাহায্য করবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-12 16:28:57  cri
মে ১২: উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র ত্যাগ করে এবং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে লক্ষণীয় উদ্যোগ গ্রহণ করে, তবে দেশটির উন্নয়নে সাহায্য-সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্র সফররত দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী কাং কিউং-ওয়ার সঙ্গে বৈঠকশেষে এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

পম্পেও বলেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার উপায় খুঁজে বের করতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরকালে কিম জং-উনের সঙ্গে 'জটিল সমস্যা' নিয়ে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান পম্পেও।

এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হবেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040