কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক
  2018-05-12 16:22:38  cri
মে ১২: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গতকাল (শুক্রবার) কাঠমান্ডুতে ভারতের সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এ-সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকশেষে এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, গত ৪ বছরে এটা তাঁর তৃতীয় নেপাল সফর। এ-থেকে বোঝা যায় যে, তাঁর দেশ নেপালকে যথেষ্ট গুরুত্ব দেয়।

জবাবে নেপালি প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক আস্থার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে দু'দেশ প্রতিশ্রুতিবদ্ধ। কয়েকটি ইস্যুতে বিদ্যমান মতভেদ এতে বাধার সৃষ্টি করতে পারবে না।

এদিকে নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এবারের সফরে প্রধানমন্ত্রী মোদি নেপালের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করেননি। তবে পাঁচটি বিষয়ে দু'নেতা মতৈক্যে পৌঁছেছেন। এইসব মতৈক্য অনুসারে ভারত নেপালকে জল ও স্থলের অবকাঠামো, রেলপথ, ক্যান্সার চিকিত্সা, জলসেচ, কৃষি ইত্যাদি খাতে সহায়তা দেবে।

দুই নেতা 'অরুণ ৩' নামক জলবিদ্যুতকেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040