বছরের প্রথম প্রান্তিকে হংকংয়ের অর্থনীতিতে ৪.৭ শতাংশ প্রবৃদ্ধি
  2018-05-12 15:00:51  cri
মে ১২: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের হংকংয়ের অর্থনীতিতে ৪.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্থানীয় সরকার গতকাল (শুক্রবার) এক রিপোর্টে এ-তথ্য জানিয়েছে।

রিপোর্ট প্রকাশকালে স্থানীয় সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রবৃদ্ধির এই প্রবণতা বৈশ্বিক অর্থনীতির সামষ্টিক ভাল পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে জড়িত। শ্রমবাজারের অবস্থা ভাল হওয়ার কারণে পণ্য ও সেবার অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে।

তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিরোধ হংকংয়ের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংলাপের মাধ্যমে এ-সংশ্লিষ্ট সমস্যা সমাধান করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040