সাংস্কৃতিক শিল্প চীন-জাপান সহযোগিতার নতুন উজ্জ্বল বিন্দুতে পরিণত হবে: বেইজিংয়ের প্রত্যাশা
  2018-05-11 18:41:28  cri
মে ১১: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং জাপান সফরকালে দু'দেশ যৌথভাবে চলচ্চিত্র চিত্রায়িত করার চুক্তি স্বাক্ষর করেছে। চীন আশা করে, এ সুযোগ কাজে লাগিয়ে সাংস্কৃতিক শিল্পে দু'দেশের বাস্তব সহযোগিতা নতুন উজ্জ্বল বিন্দুতে পরিণত হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, দু'দেশের বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার ৪০তম বার্ষিকী ধরে দু'দেশের চলচ্চিত্র মহল বরাবরই ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখছে। সাম্প্রতিক কয়েক বছরে দু'দেশ একসাথে কোন কোন বিশিষ্ট চলচ্চিত্র তৈরী করেছে। চীন ও জাপান বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় চলচ্চিত্র বাজার। চীন আশা করে, অব্যাহতভাবে জাপানের সঙ্গে চলচ্চিত্র ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা জোরদার হবে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040