চীনা উচ্চশিক্ষা প্রদর্শনী কলকাতায় উদ্বোধন
  2018-05-11 16:08:20  cri

মে ১১: কলকাতায় চীনা কনসুলেট দপ্তর আয়োজিত ২০১৮ সালে চীনের উচ্চশিক্ষার সাফল্য এবং শিক্ষার্থীদের তালিকাভুক্তি প্রদর্শনী স্থানীয় সাধারণ প্রদর্শনী কেন্দ্রে গতকাল (বৃহস্পতিবার) সকালে উদ্বোধন হয়েছে।

ভারতের কেন্দ্রীয় আইনসভার সদস্য আচুতা সামান্তা, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম উপ-মহাসচিব আর এস শুক্লা, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, প্রবাসী চীনা ও সমাজের বিভিন্ন মহলের প্রতিনিধি, প্রধান প্রধান তথ্য মাধ্যমের সাংবাদিকসহ সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।

চীনা কনসাল জেনারেল মা চান উ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, চীন ও ভারত উভয়ই প্রাচীন এবং মহান দেশ। দু'দেশেরই অনেক মহান শিক্ষাবিদ আছে। শিক্ষা দু'দেশের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষা বিনিময় হল চীন-ভারত সম্পর্ক, বিশেষ করে দু'দেশের মানবিক বিনিময়ের গুরুত্বপূর্ণ অংশ । বিশেষ করে পরস্পরের দেশে অধ্যয়ন করার মাধ্যমে দু'দেশের শিক্ষার্থীরা একে অপরকে ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তিনি বিশ্বাস করেন, দু'দেশের যৌথ প্রচেষ্টায় চীন ও ভারতে পরস্পরের অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040