ইরানের ৩ প্রতিষ্ঠান ও ৬ ব্যক্তির বিরুদ্ধে শাস্তি আরোপ করেছে যুক্তরাষ্ট্র
  2018-05-11 16:03:43  cri
মে ১১: যুক্তরাষ্ট্র গতকাল (বৃহস্পতিবার) ইরানের ৬ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তহবিল ব্যবহার বন্ধ করা ও মার্কিন নাগরিকদের সঙ্গে ব্যবসা চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ৬ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠান গড়ে তুলে বিপুল আকারের মুদ্রা বিনিময় নেটওয়ার্ক এর মাধ্যমে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে অর্থ সহায়তা করে আসছে। বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় ব্যাংককে এ কাজে সহায়তা করায় নিন্দা করা হয়। তবে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় এ নেটওয়ার্ক ভেঙ্গে দিয়েছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040