সংলাপের মাধ্যমে ইসরাইল-ইরান সমস্যা সমাধান করতে রাশিয়ার আহ্বান
  2018-05-11 10:35:51  cri
মে ১১: রাশিয়ার প্রেসিডেন্টের তথ্যসচিব দিমিত্রি পেসকভ, পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ গতকাল (বৃহস্পতিবার) ইসরাইল এবং ইরানের প্রতি সংযম বজায় রেখে সংলাপের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন।

পেসকভ একইদিন সোচিতে স্থানীয় গণমাধ্যমকে জানান, সম্প্রতি ইসরাইল এবং ইরান কঠিন বিবৃতি প্রকাশ করেছে। তাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার ব্যাপার নিয়ে উদ্বিগ্ন রাশিয়া। দু'পক্ষ সংযম বজায় রেখে রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে সংশ্লিষ্ট সমস্যা সমাধান করবে বলে তিনি আশা করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মস্কোয় বলেন, সম্প্রতি রাশিয়া ইসরাইল এবং ইরানের সঙ্গে বহুবার যোগাযোগ করেছে। দেশ দু'টির উস্কানিমূলক অভিযান এড়িয়ে চলা উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বোগদানভ একইদিন সেদেশের পশ্চিমাঞ্চলের শহর কাজানে বলেন, ইসরাইল এবং ইরানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে যাওয়ার ফলে সিরিয়ায় গুরুতর দুর্ঘটনার ঘটে। এই অবস্থা সিরিয়ায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সন্ত্রাসদমন এবং রাজনৈতিকভাবে সিরিয়া সমস্যার সমাধানের মাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র গতকাল (বৃহস্পতিবার) জানায়, ৯ মে গভীর রাতে এবং ১০ মে ভোরে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস বাহিনী সিরিয়ায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে ইসরাইল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে প্রায় ২০টি রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে। এরপর ইসরাইলের বাহিনী সিরিয়ায় ইরানের বেশ কয়েকটি স্থাপনার ওপর হামলা চালায়। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040