চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকীর অনুষ্ঠানে দু'দেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
  2018-05-11 09:38:43  cri

মে ১১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) দুপুরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তির স্বাক্ষরের ৪০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর জন্য অনুষ্ঠিত এক অভ্যর্থনা ভোজে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি ভাষণ দেন।

ভাষণে প্রধানমন্ত্রী লি বলেন, চলতি বছর হলো চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তির স্বাক্ষরের ৪০তম বার্ষিকী। এ চুক্তিতে আইন রূপে 'চীন-জাপান যৌথ বিবৃতির' বিভিন্ন নীতিমালা নিশ্চিত হয়। জাপানের গভীরভাবে যুদ্ধের দায়-দায়িত্ব নিয়ে আত্মজিজ্ঞাসা করা এবং 'এক চীন নীতি'-তে অবিচল থাকাসহ বিভিন্ন বিষয় এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়। এতে দু'দেশের চিরদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা ঘোষণা করা হয়। এই চুক্তি চীন-জাপান সম্পর্কের জন্য রাজনৈতিক ভিত্তি ও আইনি নিয়ম নির্ধারণ করেছে এবং সঠিক দিকনির্দেশনা দিয়েছে।

লি আরো বলেন, এবার জাপান সফরকালে আমি দেশটির নেতৃবৃন্দের সঙ্গে অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করার ভিত্তিতে দু'দেশের সম্পর্ক আবার স্বাভাবিক পথে ফিরিয়ে আনা এবং দীর্ঘকালীন সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য বাস্তবায়নের ব্যাপারে ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছি। চীন-জাপান সম্পর্কের উন্নয়ন নতুন সুযোগের সম্মুখীন হচ্ছে বলে প্রধানমন্ত্রী লি উল্লেখ করেন। তাই দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য অব্যাহতভাবে নতুন ব্যবস্থা গ্রহণ করা উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন।

ভাষণে আবে বলেন, ৪০ বছর আগে দু'দেশের প্রবীণ রাজনীতিবিদরা তাদের দূরদর্শিতা এবং প্রজ্ঞার মাধ্যমে চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির প্রথম ধারা হলো দু'দেশের স্থায়ী শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন করা। প্রধানমন্ত্রী লি'র এবারের সফর দু'দেশের সম্পর্ককে স্বাভাবিক পথে নিয়ে আসতে সক্ষম। আমাদের সম্পর্ক আবার নতুন সূচনায় শুরু হবে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040