ময়মনসিংহের বদর কমান্ডার রিয়াজ ফকিরের মৃত্যুদণ্ড
  2018-05-10 19:17:45  cri
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আল-বদর কমান্ডার রিয়াজ উদ্দিন ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেয়। ৬৯ বছর বয়সী আসামী রিয়াজ ফকির এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন। রায়ে বলা হয়, তার বিরুদ্ধে তদন্ত সংস্থার আনা হত্যা, ধর্ষণ ও গণহত্যার মতো মানবতাবিরোধী চারটি অভিযোগের সবকটি প্রমাণিত হয়েছে। দুটি অপরাধে তাকে মৃত্যদণ্ড ও অন্য দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040