জাপানের সিনেটের স্পীকারের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2018-05-10 18:46:11  cri
মে ১০: স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকালে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং টোকিওতে জাপানের সিনেটের স্পীকার ইদাচি তাদাচির সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে লি খ্য ছিয়াং বলেন, চীন ও জাপান পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী। চলতি বছর হল চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরের ৪০ বছর পূর্তি। আমার এবারের সফরের উদ্দেশ্য হল জাপানের সঙ্গে চুক্তির বন্ধুত্বপূর্ণ মর্মকে পর্যালোচনা করা, চুক্তির ভিত্তিতে রাজনৈতিক আস্থা দৃঢ় করা, যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক পথে ফিরিয়ে আনা যায়।

লি খ্য ছিয়াং বলেন, আমরা জাপানের কংগ্রেসের সঙ্গে বিনিময় জোরদার করা, পারস্পরিক উপলব্ধি ও আস্থা বৃদ্ধি এবং দু'দেশের জনগণের মৈত্রী গভীরতর করতে ইচ্ছুক।

ইদাচি তাদাচি বলেন, চীন-জাপান সম্পর্ক উভয়ের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম। চীনের শান্তিপূর্ণ উন্নয়ন জাপান, এই অঞ্চল এবং বিশ্বের জন্য খুব তাত্পর্যপূর্ণ। জাপানের সিনেট দু'দেশের পারস্পরিক উপলব্ধি ও আস্থা বৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040