পিয়ংইয়ং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার বৈঠক
  2018-05-10 14:08:38  cri
মে ১০: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন গতকাল (বুধবার) তাঁর দেশ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে তিনি আসন্ন উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠককে 'ঐতিহাসিক বৈঠক' হিসেবে আখ্যায়িত করেন। তা ছাড়া, উত্তর কোরিয়ায় আটকে পড়া মার্কিন নাগরিকদের রাজক্ষমা এবং ফেরত পাঠানোর নির্দেশ দেন তিনি।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

বৈঠককালে তাঁরা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে যার যার মতামত এবং আসন্ন নেতৃবৃন্দের বৈঠক প্রসঙ্গে যার যার অবস্থান নিয়ে মত বিনিময় করেন। তাঁরা আলোচিত সকল ইস্যু নিয়ে সন্তোষজনক মতৈক্যে পৌঁছান বলে বার্তা সংস্থাটি জানায়।

বৈঠককালে উত্তর কোরিয়ায় থাকার সময় আতিথেয়তা এবং ফলপ্রসূ বৈঠক ও সম্পাদিত মতৈক্যের জন্য কিম জং-উনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান পম্পেও।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040