অব্যাহতভাবে ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে একমত ফ্রান্স ও ইরানের প্রেসিডেন্ট
  2018-05-10 14:02:23  cri
মে ১০: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ গতকাল (বুধবার) ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে অব্যাহতভাবে ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়ন এবং অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে একমত হন।

গতকাল (বুধবার) ফরাসি প্রেসিডেন্ট ভবনের প্রকাশিত এক ইশতাহারে এ তথ্য জানা যায়।

ইশতাহারে বলা হয়, টেলিফোনে ম্যাকখোঁ সার্বিকভাবে ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তাঁর দেশের ইচ্ছার কথা পুনরায় জোর দিয়ে বলেন। তা ছাড়া, তিনি ফ্রান্সের মতো ‌ইরানেরও একই অবস্থান গ্রহণের গুরুত্বের কথা জোর দিয়ে বলেন টেলিফোনে।

ম্যাকখোঁ বলেন, সকল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আরো বড় একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর পর আলোচনা করা উচিত্। নতুন কাঠামোগত চুক্তিতে ২০২৫ সালের পর ইরানের পরমাণু কর্মসূচি তত্ত্বাবধান, ইরানের ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রের পরিকল্পনা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কিছু প্রধান সংকটসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হতে হবে বলে তিনি জোর দিয়ে বলেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040