চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার শিল্প ও বাণিজ্য সম্মেলনে চীন ও জাপানের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অংশগ্রহণ এবং ভাষণ
  2018-05-10 13:55:45  cri

মে ৯: গতকাল (বুধবার) দুপুরে টোকিওতে অবস্থিত জাপানের বাণিজ্য ফেডারেশনের ভবনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার ষষ্ঠ শিল্প ও বাণিজ্য শীর্ষসম্মেলনে অংশ নেন এবং ভাষণ দেন।

ভাষণে প্রধানমন্ত্রী লি বলেন, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী ছাড়াও, বিশ্বের গুরুত্বপূর্ণ প্রভাবসম্পন্ন প্রধান অর্থনৈতিক সত্তা। তিন দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার শক্তিশালী প্রাণ আছে এবং সহযোগিতার ভবিষ্যতও অনেক উজ্জ্বল। আমাদের শান্তিপূর্ণ ও স্থিতিশীল উন্নয়নের পরিবেশ সৃষ্টি করা, শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলা, একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও উদ্বেগের ওপর সম্মান করা এবং সঠিকভাবে স্পর্শকাতর সমস্যা ও মতভেদ মোকাবিলা উচিত্ বলে প্রধানমন্ত্রী লি জোর দিয়ে বলেন।

তিনি আরো বলেন, আমাদের একযোগে অর্থনীতির বিশ্বায়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অবাধ বাণিজ্য সুরক্ষা করা, পুঁজি বিনিয়োগ ও ধারণক্ষমতার সহযোগিতা সম্প্রসারণ করা এবং সৃজনশীলতা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরালো করা উচিত্।

প্রধানমন্ত্রী লি বলেন, আমরা অব্যাহতভাবে বাণিজ্যিক পরিবেশ সুবিন্যাস্ত করবো এবং সংস্কার গভীরতর ও উচ্চ মানের উন্মুক্ততায় উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়ন বাস্তবায়ন করবো।

আবে বলেন, তিন দেশ সহযোগিতার নতুন সূচনা শুরু করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে, যা তিন দেশের অর্থনীতির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিন দেশ ব্যক্তিগত বিনিময় বাড়াবে, অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বয়োবৃদ্ধি সমস্যা মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করবে এবং বৈশ্বিক অর্থনীতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মুন বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপে গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ সংযোগ দেখা দিয়েছে, যা শিল্প ও বাণিজ্য মহলে পুঁজি বিনিয়োগ এবং কর্মসংস্থানের আরো বেশি সুযোগ বয়ে আনতে সক্ষম। তিন দেশ যৌথভাবে গবেষণা, জ্বালানি, চিকিত্সা, পরিবেশবান্ধব এবং দুর্যোগ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালাবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, তিন দেশের শিল্প ও বাণিজ্য মহল এবং সরকারের প্রতিনিধিসহ দুই শতাধিক লোক শীর্ষসম্মেলনে অংশ নেন।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040