উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের বৈঠক নিয়ে যৌথ বিবৃতি
  2018-05-10 10:37:51  cri
মে ১০: গতকাল (বুধবার) টোকিওতে চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সপ্তম শীর্ষসম্মেলনের পর '২০১৮ উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের বৈঠক নিয়ে যৌথ বিবৃতি' প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোরীয় উপদ্বীপ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে আন্তর্জাতিক সমাজের প্রচেষ্টার প্রশংসা করেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা। গত ২৭ এপ্রিল দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ঐতিহাসিক সাক্ষাত্, পানমুনজম ঘোষণা স্বাক্ষর এবং কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্তকরণ ও দীর্ঘস্থায়ী শান্তি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যমাত্রার ভূয়সী প্রশংসা করেছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রীরা।

উত্তর ও দক্ষিণ কোরীয় নেতাদের সাক্ষাতের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষের যৌথ প্রচেষ্টায়, বিশেষ করে উত্তর কোরিয়া ও মার্কিন নেতার বৈঠক এ সমস্যা সমাধানে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরো বেশি অবদান রাখবে বলে আশা করে তিন দেশ।

কোরীয় উপদ্বীপ ও উত্তরপূর্ব এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণ আমাদের অভিন্ন দায়িত্ব। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে যৌথ প্রচেষ্টা চালানোর কথা পুনরায় ঘোষণা করেছে দেশ তিনটি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040