এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নতুন অবদান রাখা উচিত: লি খ্য ছিয়াং
  2018-05-09 19:24:30  cri
মে ৯: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন আজ (বুধবার) টোকিওতে তিন দেশের সপ্তম শীর্ষ সম্মেলনে মিলিত হন। তিন নেতা এসব দেশের সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

সম্মেলনে লি খ্য ছিয়াং বলেন, তিন দেশ গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক পারস্পরিক সহযোগিতামূলক অংশীদার। তিন দেশের উচিত সুযোগ কাজে লাগিয়ে অভিন্ন স্বার্থ বৃদ্ধি এবং আঞ্চলিক স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধি উন্নয়ন করতে থাকা। যৌথভাবে অবাধ বাণিজ্য সুরক্ষা ও আঞ্চলিক অর্থনীতির একীকরণ উন্নয়ন করা। আঞ্চলিক টেকসই উন্নয়ন করা। উত্পাদন ক্ষমতার সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ ও ঝুঁকি হ্রাস, জ্বালানী সম্পদ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতার পরিকল্পনা উন্নয়ন করা উচিত। তিনি বলেন, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন ও গণমাধ্যম ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা গভীরতর করা উচিত। প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবনে উত্সাহ দেয়া উচিত। চীনা প্রধানমন্ত্রী বলেন, তিন দেশের উচিত আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা করে কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্র মুক্তকরণের প্রক্রিয়া উন্নয়ন করা।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040