চীনের ওষুধ বাজার সম্ভাবনাময় :ভারতীয় কোম্পানী
  2018-05-09 17:43:56  cri
মে ৯: ভারতের ওষুধ রপ্তানী ত্বরান্বিত করা সংক্রান্ত কমিশন আয়োজিত ষষ্ঠ ভারত আন্তর্জাতিক ওষুধ ও স্বাস্থ্য মেলা গতকাল (মঙ্গলবার) ভারতের রাজধানী নয়াদিল্লীতে উদ্বোধন হয়েছে। চীন ওষুধের ওপর কর মওকুফ বা হ্রাস করেছে, মেলায় অংশগ্রহণকারী অনেক ভারতীয় ওষুধ শিল্প প্রতিষ্ঠান এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

১ মে থেকে ক্যান্সারসহ ২৮ ধরনের ওষুধের ওপর আমদানি কর মওকুফ করেছে চীন। ভারতের ওষুধ শিল্প প্রতিষ্ঠান একে ব্যাপক স্বাগত জানিয়ে বলেছে যে, এই সিদ্ধান্ত চীন-ভারত আর্থিক বিনিময় ও জনসাধারণের জীবনযাপনের জন্য অনুকূল হবে।

ভারতের নেকটার জীবন বীমা কোম্পানীর সিইও দিনেশ দুয়া বলেন, চীন হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওষুধ বাজার। ওষুধের আমদানি কর মওকুফের ফলে ভারতের অনেক ওষুধ কোম্পানী লাভবান হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040