চীনা প্রেসিডেন্ট সি'র সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ
  2018-05-09 15:32:24  cri
মে ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গতকাল (মঙ্গলবার) ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়েছে। দু'দেশের সম্পর্কোন্নয়নের ওপর উচ্চ পর্যায়ের গুরুত্ব আছে আমার। আশা করি বেইজিংয়ে আমাদের সংলাপে পৌঁছানো মতৈক্য কার্যকরভাবে বাস্তবায়ন করবে দু'পক্ষ। দু'পক্ষ উচ্চ পর্যায় ও বিভিন্ন পর্যায়ের বিনিময় বজায় রাখবে, পরস্পরকে সম্মান ও সহযোগিতা করবে এবং মতভেদ নিয়ন্ত্রণ করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন-চীন সম্পর্কের ওপর উচ্চ পর্যায়ের গুরুত্ব রয়েছে আমার। প্রেসিডেন্ট সি'র সাথে অব্যাহত ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা আমার প্রত্যাশা। আমি চীনের সঙ্গে অভিন্ন চেষ্টা করে বিভিন্ন ক্ষেত্রের কার্যকর সহযোগিতা উন্নয়ন করে অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যু ভালভাবে মোকাবিলা করতে ইচ্ছুক। যাতে মার্কিন-চীন সম্পর্কের আরো উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া যায়।

ফোনে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন দু'নেতা। চীন আশা করে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া আস্থা প্রতিষ্ঠা করে কোরীয় উপদ্বীপের রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। ট্রাম্প বলেন, কোরীয় উপদ্বীপে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সমন্বয় করে আলোচনার মাধ্যমে কোরীয় উপদ্বীপ ইস্যু সমাধান করতে ইচ্ছুক বলেও জানান তিনি। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040