চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার শীর্ষসম্মেলন এবং জাপান সফরে টোকিওতে পৌঁছেছেন লি খ্য ছিয়াং
  2018-05-09 10:33:57  cri

মে ৯: চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার সপ্তম শীর্ষসম্মেলনে অংশগ্রহণ এবং জাপান সফরে গতকাল (মঙ্গলবার) রাতে বিশেষ বিমানে টোকিওতে পৌঁছান চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

বিমানবন্দরে লি বলেন, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের তিনটি অর্থনৈতিক সত্তা ও এতদাঞ্চলের গুরুত্বপূর্ণ রাষ্ট্র। চলমান পরিস্থিতিতে অর্থনীতির বিশ্বায়ন ও স্বাধীন বাণিজ্য, পুঁজি বিনিয়োগ রক্ষা, আঞ্চলিক একীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষায় দেশ তিনটির গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সপ্তম শীর্ষসম্মেলনের মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করা হবে, আঞ্চলিক সহযোগিতা বাস্তবায়ন করা হবে, যাতে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় অবদান রাখা যায়।

তিনি আরো বলেন, বর্তমানে চীন-জাপান সম্পর্কের পুনরুদ্ধার অতি শ্রেষ্ঠ বিষয়। দ্বিপাক্ষিক শান্তি ও বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে জাপান ইতিহাসকে সঠিকভাবে দেখা ও যৌথভাবে ভবিষ্যতের সম্মুখীন হওয়া, দু'দেশের চারটি রাজনৈতিক দলিলের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন লি। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040