পূর্ব জেরুসালেমে আবার পৌর সরকার চালু করবে ফিলিস্তিন
  2018-05-09 10:31:12  cri
মে ৯: ফিলিস্তিন মুক্তি সংস্থার নির্বাহী কমিটির সদস্য আহমেদ মাজদালানি গতকাল (মঙ্গলবার) বলেছেন, ১৯৬৭ সালে গঠিত পূর্ব জেরুসালেম পৌর সরকার আবার চালু করা হবে, যাতে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তরে তীব্র প্রতিক্রিয়া দেখানো যায়।

এদিন গণমাধ্যমে সাক্ষাত্কার দেওয়ার সময় মাজদালানি বলেন, এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা করা হবে এবং দখলকৃত ভূভাগে সার্বভৌমত্ব পালন করবে ফিলিস্তিনিরা। তবে পৌর সরকার আবার কখন চালু হবে তার সময় উল্লেখ করা হয় নি।

তিনি আরো বলেন, মার্কিন দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক সমাজের সচেতনতা ও আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ এবং ফিলিস্তিন জনগণ ও অন্যান্য আরব, মুসলমান ও খ্রিষ্টানদের আবেগের উস্কানি। মার্কিন সরকারের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফিলিস্তিন আরো বেশি ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040