যুব ও পেশাদার কৃষক সম্প্রদায়- অর্থনীতির ভবিষ্যৎ বড় শক্তি
  2018-05-09 15:16:38  cri

 



ফেব্রুয়ারি মাসে চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র চলতি বছরের কেন্দ্রীয় এক নম্বর দলিল প্রকাশিত হয়। দলিলটি কৃষি, কৃষক ও গ্রাম বিষয়ক। সিনহুয়া বার্তা সংস্থা 'গ্রাম-উন্নয়নের কৌশল বাস্তবায়ন প্রসঙ্গে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাষ্ট্রীয় পরিষদের মতামত' শীর্ষক এই দলিল প্রকাশ করেছে।

দলিলে কৃষি-উন্নয়নের গুণগত মান বাড়ানো, গ্রামাঞ্চলে সবুজ-উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, গ্রামাঞ্চলের সংস্কৃতি সমৃদ্ধ করে তোলা, গ্রামাঞ্চল পরিচালনার নতুন ব্যবস্থা নির্মাণ করা, গ্রামাঞ্চলের জীবিকার নিশ্চয়তার মান বাড়ানো এবং 'কৃষি, কৃষক ও গ্রামাঞ্চলের' কাজে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব অটুট থাকাসহ বিভিন্ন ক্ষেত্রের ওপর গুরুত্বারোপ করা হয়।

তাছাড়া, দলিলে গ্রাম উন্নয়নের কৌশল বাস্তবায়নের লক্ষ্যও নির্ধারিত হয়। দলিল অনুসারে: ২০২০ সাল নাগাদ এই কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে এবং ব্যবস্থাগত কাঠামো ও নীতিগত ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ প্রায় সম্পূর্ণ হবে; ২০৩৫ সাল নাগাদ এই কৌশলের আওতায় কৃষি ও গ্রামের আধুনিকায়ন প্রায় সম্পূর্ণ বাস্তবায়িত হবে; এবং ২০৫০ সাল নাগাদ দেশের কৃষি শক্তিশালী হবে, গ্রাম সুন্দর হবে এবং কৃষকরা ধনী হবে।

শান তুং, চীনের বড় একটি কৃষি প্রদেশ এবং কৃষি অর্থনীতির নানা সূচকে দেশের এগিয়ে থাকা অংশ। চীনে শহরায়ন প্রক্রিয়া দ্রুত লয়ে চলছে এবং কিছু গ্রামাঞ্চলে যুবক ও যুব শ্রমিকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এক নম্বর দলিলে বলা হয়, গ্রামগুলোর পুনরুদ্ধার বাস্তবায়ন করতে চাইলে আরও বেশি দক্ষ ব্যক্তি প্রয়োজন। সম্প্রতি সাংবাদিকদের একটি দল শান তুং প্রদেশের ছি পিং,সৌ কুয়াং, থেং চৌ ও চো পিংসহ নানা জায়গায় গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন। সেখানে তাঁরা আবিষ্কার করেন , গ্রিনহাউস, গম ক্ষেত ও ফুল বাগানে অনেক বেশি যুবক কাজ করছেন। তাঁরা গ্রাম ছেড়ে শহরে লেখাপড়া ও কাজ করতেন। অবশেষে আবার তাঁরা গ্রামে ফিরে পিতার হাত থেকে জমি গ্রহণ করে একজন 'পেশাদার কৃষক' –এ পরিণত হয়েছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040