লি খ্য ছিয়াংয়ের জাপান সফর শুরু
  2018-05-08 20:45:49  cri
মে ৮: জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (মঙ্গলবার) টোকিওতে পৌঁছেছেন। তিনি চীন-জাপান-দক্ষিণ কোরিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং জাপানে আনুষ্ঠানিক সফর করবেন।

সাংবাদিকদের লি খ্য ছিয়াং বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের তিনটি প্রধান অর্থনৈতিক সত্তা ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে অর্থনীতির বিশ্বায়ন ও বিনিয়োগ-বাণিজ্যের অবাধ সুবিধা সুরক্ষা, আঞ্চলিক একীকরণের প্রক্রিয়ায় নেতৃত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা উচিত।

তিনি আরো বলেন, চলতি বছর হলো চীন-জাপানের বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকী। দু'দেশ বর্তমানে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগের মুখোমুখি। তিনি আশা করেন, জাপানের সঙ্গে চীনের সম্পর্ক পুনরায় সঠিক পথে ফিরে যাবে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040