সুরের ধারায়
  2018-05-08 20:17:14  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন "তোমার সঙ্গে কাটানো সবশেষ গ্রীষ্মকাল' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী সি সিয়া।(১)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'আমি চাই'। গানের কন্ঠশিল্পী ইয়ু চিয়া ইয়ুন। হ্যাঁ, প্রিয় মানুষের সঙ্গে থাকলে আপনি নিশ্চয়ই অনেক কিছুই করতে চান, তাই না? চলচ্চিত্র দেখা, গান শোনা, ভ্রমণ করা, সব কিছুই ভালোবাসার কারণে সুন্দর হয়ে যায়। আচ্ছা, তাহলে শুনুন 'আমি চাই' শিরোনামে গানটি।(২)

বন্ধুরা, এখন শুনুন 'তোমার সঙ্গে' শিরোনামে আরেকটি সুন্দর গান, গানের কন্ঠশিল্পী ইয়ু চিয়া ইয়ুন। তোমার সঙ্গে আমি অনেক দূরে গেলেও ক্লান্তি লাগবে না, তোমার সঙ্গে সময়ও খুব তাড়াতাড়ি চলে যায়। তোমার সঙ্গে সব কিছুই মিষ্টি হয়। আচ্ছা, শুনুন মধুর এই গান।(৩)

বন্ধুরা, এখন শুনুন 'একসাথে' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী লি সিয়ান তা। সবাই প্রিয় মানুষের সঙ্গে থাকতে চায়। যদি কোনো কারণে বাধ্য হয়ে ভিন্ন শহর বা ভিন্ন জায়গায় থাকতে হয়, তাহলে নিশ্চয়ই পরস্পরকে দেখার জন্য অনেক আগ্রহ থাকে, তাই না? সৌভাগ্যের বিষয় হল এখন যোগাযোগের পদ্ধতি অনেক, সুযোগও অনেক বেশি, তাই প্লিজ, প্রিয় মানুষের সঙ্গে বেশি বেশি যোগাযোগ করুন, বন্ধুরা। আচ্ছা, শুনুন গানটি। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'একসাথে থাকবো' শিরোনামে একটি গান, গানের কন্ঠশিল্পী ইয়ু চিয়া ইয়ুন। হ্যাঁ, সুযোগ পেলে আপনি প্রিয় মানুষকে কি কথা বলতে চান? তোমায় ভালোবাসি, নাকি আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চাই? হ্যাঁ, আসলে এসব কথাই ভালোবাসার প্রতিফলন। আচ্ছা, শুনুন মিষ্টি গানটি। (৫)

বন্ধুরা, এখন শুনুন 'তোমার সঙ্গে' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী ছিয়াও রেন লিয়াং। ছিয়াও রেন লিয়াং-এর জন্ম ১৯৮৭ সালের ১৫ অক্টোবর। তাঁর চেহারা খুব সুন্দর, তিনি খুব হ্যাডসাম। তাঁর কন্ঠও অনেক সুন্দর। আচ্ছা, আমরা একসাথে শুনি তাঁর গাওয়া সুন্দর এই গান 'তোমার সঙ্গে'। (৬)

বন্ধুরা, এখন শুনুন 'দ্বীপ ভ্রমণ' শিরোনামে একটি গান। গানটি গেয়েছেন তাইওয়ানের সঙ্গীত ব্যান্ড 'সিয়ুং পাও বেই'। ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। এই পর্যন্ত তাদের অনেক গান বেশ জনপ্রিয় হয়েছে। তাদের কন্ঠও খুব উষ্ণ। আচ্ছা, তাহলে শুনুনু 'দ্বীপ ভ্রমণ' শিরোনামে একটি গান। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। এখন শুনুন শেষের গান 'বসন্তে থাকুন' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী ছাও ফাং। আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040