ইরানের সার্বিক পরমাণু চুক্তি সুরক্ষা ও বাস্তবায়ন অব্যাহত রাখবে বেইজিং
  2018-05-08 19:19:00  cri
মে ৮: ইরানের সার্বিক পরমাণু চুক্তির কার্যকারিতা ও গুরুত্ব রক্ষা করলে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষায় সহায়ক। চীন অব্যাহতভাবে সৎ উদ্দেশ্য এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে, যাতে ইরানের সার্বিক পরমাণু চুক্তি রক্ষা ও কার্যকর করা যায়।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, চুক্তিটি হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, জার্মানী ও ইউরোপীয় ইউনিয়ন এবং ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত বহুপক্ষীয় চুক্তি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা অনুমোদিত। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের উচিত সংলাপ ও সমঝোতা জোরদার, যথাযথভাবে মতভেদ সমাধান এবং অব্যাহতভাবে দায়িত্ব পালন করা।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040