ইউনেস্কো'র আন্তঃসরকার সমুদ্রবিদ্যা কমিশনের দক্ষিণ চীন সাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা কেন্দ্রের লাইসেন্সিং অনুষ্ঠান আয়োজিত
  2018-05-08 19:16:12  cri
মে ৮: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো'র আন্তঃসরকার সমুদ্রবিদ্যা কমিশনের দক্ষিণ চীন সাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা কেন্দ্রের লাইসেন্সিং অনুষ্ঠান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত হয়েছে।

চীনা জাতীয় সমুদ্র পরিবেশ পূর্বাভাস কেন্দ্র সুনামি সতর্কতা কেন্দ্রটি নির্মাণ করেছে। কেন্দ্রের প্রধান দায়িত্ব হল চীন এবং দক্ষিণ চীন সাগরের কাছাকাছি ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনামকে সার্বক্ষণিক ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ এবং সতর্কীকরণ সেবা সরবরাহ করা। এছাড়া, দেশগুলোকে প্রশিক্ষণ ও শিক্ষাসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রম চালানোয় সহযোগিতা দেওয়া হবে।

ইউনেস্কো'র সহকারী মহাপরিচালক ও আন্তঃসরকার মহাসাগরীয় কমিশনের নির্বাহী মহাসচিব ভ্লাদিমির রিয়াবিনিন অনুষ্ঠানে বলেন, কেন্দ্র নির্মাণ ও কার্যকর হওয়া হলো দক্ষিণ চীন সাগরের কাছাকাছি দেশগুলোর ঘনিষ্ট সহযোগিতার সাফল্য। এতে চীন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

চীনা প্রাকৃতিক জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের চীনা কমিউনিস্ট পার্টির কমিশনের সদস্য লিন শান ছিং বলেন, চীন সংশ্লিষ্ট দেশের সঙ্গে জলবায়ু মোকাবিলা ও দুর্যোগ প্রতিরোধের ক্ষেত্রে সহযোগিতা ও যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040