ইতিবাচকভাবে ব্যবস্থাগত চ্যালেন্ঞ্জ মোকাবেলা করার আহ্বান বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের
  2018-05-08 18:54:39  cri
মে ৮: বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রোবার্টো আজেভেদো গতকাল (সোমবার) সদস্য দেশগুলোকে ইতিবাচকভাবে বাণিজ্য সংঘর্ষ তীব্রতর হওয়া ও সদস্য নির্বাচন প্রক্রিয়ায় নিষেধাজ্ঞার আপিলসহ ধারাবাহিক ব্যবস্থাগত চ্যালেন্ঞ্জ মোকাবিলার তাগিদ জানান।

এদিন তিনি সংস্থাটির বাণিজ্য আলোচনা কমিশনের অনানুষ্ঠানিক সম্মেলনে এ কথা বলেন।

সব পক্ষকে বিবেচনার সাথে তত্পরতা চালানোর আহ্বান জানিয়ে আজেভেদো বলেন, তিনি সংশ্লিষ্ট সদস্য দেশের সঙ্গে সংলাপ চালিয়ে যাবেন।

পাশাপাশি তিনি সদস্য দেশগুলোকে সংস্থাটির বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সংলাপের পদ্ধতিতে সমস্যা সমাধানে স্বাগত জানান। তিনি সদস্য দেশগুলোকে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধিতে উত্সাহ দেন।

তিনি আরো বলেন, যদি আপিল সংস্থা সমস্যা সমাধান না করে, তাহলে সকল বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হবে।

৭ সদস্য দেশ নিয়ে গঠিত আপিল সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য মতভেদে ন্যায্যতা নির্ণয় করার সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রের বাধায় সংস্থায় বর্তমানে মাত্র চারটি সদস্য রয়েছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040